জনাব মোহাম্মদ শাহজাহান কবীর
জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর
জনাব মোহাম্মদ শাহজাহান কবীর ১৬মে, ২০২৫ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চাঁদপুর এর জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি জেলা মৎস্য কর্মকর্তা, নেত্রকোনা হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোহাম্মদ শাহজাহান কবীর বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (মৎস্য) ক্যাডারে মাইক্রোবায়েলজিষ্ট হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের মাইক্রোবায়েলজিষ্ট, কোয়ারেন্টাইন অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
জনাব মোহাম্মদ শাহজাহান কবীর ১৯৭৪ সালের ২৮ জুলাই ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আখরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি, জাতীয় কবি কাজী নজরুল এর স্মৃতি বিজরিত কবি নজরুল সরকারী কলেজ হতে ১৯৯২ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হতে ১৯৯৯ সালে বিএসসি ফিশারিজ (সম্মান) ডিগ্রী অর্জন করেন, পরবর্তীতে তিনি একই অনুষদ হতে ২০০১ সালে ফিসারিজ ম্যানেজমেন্টে এমএস ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য থাইল্যান্ড, স্পেন, ডেনমার্ক ভ্রমণ করেন এবং বিভিন্ন কনফারেন্স ও ওয়ার্কশপে দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর আজীবন সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস